প্রশস্ত [ praśasta ] বিণ.
১. প্রশংসা করা হয়েছে এমন;
২. উত্কৃষ্ট, শ্রেষ্ঠ (প্রশস্ত উপায়);
৩. উপযুক্ত, যোগ্য বা যোগ্যতম (প্রশস্ত সময়);
৪. উদার (প্রশস্ত হৃদয়);
৫. (বাং.) বিস্তৃত, চওড়া (প্রশস্ত রাস্তা);
৬. (বাং.) প্রসারিত (সর্বোতোভাবে কৃষিবিস্তারের ক্ষেত্র প্রশস্ত করতে হবে)।
[সং. প্র + √ শন্স্ + ত]। বি. ̃ তা, প্রাশস্ত্য।
Leave a Reply