নোঙর [ nōṅara ] বি. শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশবিশেষ, যা জলের নীচে ফেলে জাহাজ নৌকা প্রভৃতি জলযান বেঁধে রাখা হয়।
[ফা. লঙ্গর্]।
নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা।
নোঙর তোলা ক্রি. বি. নোঙর উঠিয়ে জলযান চালু করা।
Leave a Reply