নোট [ nōṭa ] বি.
১. মুদ্রার পরিবর্তে ব্যবহৃত কাগজি মুদ্রা, currency note;
২. স্মারক লেখন (আমি সবটা নোট করে নিয়েছি);
৩. চিঠি (সবকিছু জানিয়ে তাকে একটা নোট পাঠানো হয়েছে);
৪. অর্থপুস্তক, মানে বই (নোট ছাড়া ইংরেজি পড়তে পারে না)।
[ইং. note]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply