নল [ nala ] বি.
১. চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল);
২. দৈর্ঘ্যের মাপবিশেষ;
৩. তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া);
৪. সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ।
[সং. √ নল্ + অ]।
নলকূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well.
নলখাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ।
নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো।
নলিকা বি.
১. চোঙ, নল;
২. ভাঁটা;
৩. নাড়ি।
Leave a Reply