নজর [ najara ] বি.
১. দৃষ্টি (নজরে পড়া, কু-নজর);
২. মনোবৃত্তি (ছোট নজর);
৩. লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া);
৪. তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো);
৫. মনোভাব, ধারণা (নেকনজর);
৬. ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?);
৭. অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর);
৮. ভেট, উপহার, নজরানা।
[আ. নজর্]।
নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)।
নজরদার বি.
১. পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator;
২. প্রহরী।
নজর দেওয়া ক্রি. বি.
১. লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো);
২. অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)।
নজরবন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত।
☐ বি. অন্তরিত ব্যক্তি।
নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া।
নজরে পড়া ক্রি. বি.
১. দৃষ্টিগোচর হওয়া;
২. অনুগ্রহ বা সমাদর লাভ করা।
নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা।
Leave a Reply