নগ্ন [ nagna ] বিণ.
১. উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ);
২. আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ);
৩. খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)।
[সং. √ নজ্ + ত]।
বি. নগ্নতা (‘নির্মল নগ্নতাখানি বর্মসম পরি’: সু. দ.)।
বিণ. (স্ত্রী.) নগ্না।
নগ্নক বিণ. উলঙ্গ।
☐ বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ।
নগ্নিকা [ nagnikā ] বিণ. (স্ত্রী.)
১. বিবস্ত্রা, নগ্না;
২. অপ্রাপ্তবয়স্কা।
☐ বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা।
[সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]।
নগ্নীকরণ [ nagnīkaraṇa ] বি.
১. উলঙ্গ করা;
২. আবরণ উন্মোচন।
Leave a Reply