নগদ [ nagada ] বি.
১. ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি);
২. খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)।
☐ বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)।
[আ. নক্দ্]।
নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া।
নগদা [ nagadā ] বিণ.
১. সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম);
২. দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার);
৩. সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)।
নগদানগদি [ nagadānagadi ] বিণ. নগদে লেনদেন হয় এমন।
☐ ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)।
নগদি [ nagadi ] বি.
১. পাইক, বরকন্দাজ;
২. জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী।
Leave a Reply