নক্ষত্র [ nakṣatra ] বি.
১. তারকা, তারা;
২. (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী।
[সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]।
নক্ষত্রগতি, নক্ষত্রবেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)।
নক্ষত্রপতি বি. চন্দ্র।
নক্ষত্রপাত বি. ১. উল্কাপাত; ২. (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু।
নক্ষত্রপুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা।
নক্ষত্রবিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র।
নক্ষত্রলোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ।
Leave a Reply