নখ [ nakha ] বি. আঙুলের অগ্রভাগের বৃদ্ধিশীল উপাস্হিবিশেষ।
[সং. √ নখ্ + অ]।
নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ।
নখদর্পণ [ nakhadarpaṇa ] বি.
১. অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো;
২. (আল.) নিখুঁত ও সুস্পষ্ট জ্ঞান (এই সমস্ত বিষয় তার নখদর্পণে আছে)।
তু. ইং. at finger-tips.
নখর [ nakhara ] বি. নখ।
[সং. নখ + √ রা + অ]।
নখরঞ্জনী [ nakharañjanī ] বি.
১. নরুন নখ কাটার যন্ত্রবিশেষ;
২. মেহেদি গাছ বা তার পাতা।
নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি।
নখরাঘত, নখাঘাত বি. নখের আঘাত; নখের আঁচড়।
Leave a Reply