নকল [ nakala ] বি.
১. অনুকরণ (বিলাতের নকল করা);
২. প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?);
৩. পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা।
☐ বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)।
[আ. নক্ল্]।
নকলনবিশ বি.
১. অনুলিপি লেখক, copyist;
২. বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন।
নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)।
Leave a Reply