নাট্য [ nāṭya ] বি.
১. নাচ-গান-বাজনা;
২. নৃত্য, নাচ;
৩. অভিনয়;
৪. নাটক।
[সং. নট + য]।
নাট্যকলা বি.
১. নৃত্য-গীত বাদ্যের বিদ্যা;
২. অভিনয়বিদ্যা।
নাট্যকাব্য বি. নাটকের আঙ্গিকে রচিত কাব্য।
নাট্যগোষ্ঠী বি. নাটক অভিনয়কারীর দল।
নাট্যমন্দির, নাট্যশালা বি.
১. রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ;
২. নাচঘর, নৃত্যশালা।
নাট্যাচার্য বি. নাটক অভিনয়ের শিক্ষাগুরু।
নাট্যাভিনয় বি. নাটকের অভিনয়।
নাট্যামোদী বি. বিণ. নাটকের অভিনয় দেখতে ভালোবাসে এমন দর্শক, নাটকপ্রিয় দর্শক।
নাট্যোত্সব বি. নাটকের অভিনয়সংক্রান্ত অনুষ্ঠান; যে অনুষ্ঠানে নানাবিধ বা নানান নাটকের প্রদর্শনীর ব্যবস্হা হয়।
Leave a Reply