নকশাল [ nakaśāla ] বি. (মাও জে-দং কর্তৃক প্রভাবিত মার্কসবাদে বিশ্বাসী) উগ্রপন্হী কমিউনিস্ট (দার্জিলিং জেলার নকশালবাড়ি অঞ্চলে সর্বপ্রথম এই উগ্রপন্হী কমিউনিস্টদের মতবাদ প্রচারিত হয়েছিল বলে এই নাম)।
নকশালপন্হী, নকশালবাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী।
নকশালি বি. নকশালপন্হী মতে বিশ্বাসী ব্যক্তি।
☐ বিণ. নকশালপন্হী; নকশাল সম্পর্কিত (নকশালি আন্দোলন)।
Leave a Reply