নদের চাঁদ [ nadēra cānda ] বি.
১. নদিয়ার চাঁদ বা গৌরবস্বরূপ ব্যক্তি, নবদ্বীপচন্দ্র, শ্রীচৈতন্যদেবের এক নাম;
২. (বিদ্রূপে) অহংকারী এবং সুবেশধারী কিন্তু অলস ও অকর্মণ্য ব্যক্তি; সাজগোজ করে অকাজে এবং দায়িত্বহীনভাবে ঘুরে বেড়ায় এমন লোক।
[বাং. নদিয়া > নদে + (ষষ্ঠী বিভক্তি) র + চাঁদ]।
Leave a Reply