উপন্যাস
অন্ধকারে নয় মাস
রেজাউর রহমান
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
দাম: ২০০ টাকা
কিশোর ইসরাফিল বাড়ি ছেড়ে চলে গিয়েছিল গীত-গান আর অজানার টানে। একাত্তরে মুক্তিযুদ্ধ আসে অনেকটা তার অজান্তেই। বাল্যবন্ধু চন্দনের সাহচর্যে সে সেই বাস্তবতার মুখোমুখিদাঁড়ায়। দেশ ও মাটির সান্নিধ্যে এসে যখন মুক্তিচেতনায় উন্মুখ, তখন সে ভেসে আসা বেদের মেয়ে কুসুমীর মায়াজালে জড়িয়ে পড়ে। নজিরবিহীন অত্যাচার, হত্যাযজ্ঞ আর নারী নিষ্পেষণের মধ্যেও অসহায় ইসরাফিল বাঁচার অবলম্বন খুঁজে পায়।
হঠাৎ করেই যেন ইসরাফিলের সামনে এসে দাঁড়ায় খান সেনাদের বাংকার থেকে সদ্য ছাড়া পাওয়া উন্মাদিনী এক নারীমূর্তি। মালতী। প্রায় বিবস্ত্র হয়ে…
ভ্রমণকাহিনী
সংসার ভাসে জলে
ভিয়েতনামের ভ্রমণ কথা
মঈনুস সুলতান
প্রকাশক: অবসর \ দাম: ৩০০ টাকা
টেম্পার অব লিটারেচার বলে নবম শতাব্দীর বিদ্যাপীঠে যুগলে বিকেল কাটিয়ে অতঃপর একাকী হাঁটতে হাঁটতে চলে আসা পদ্মপুকুরের জলের ওপর দাঁড় করানো সনাতনী এক মন্দিরে। শিরঃপীড়ায় দগ্ধ হয়ে অবশেষে ফরাসি কুঠিবাড়িতে উপশমের সন্ধান; যার দুয়ারে এসে দাঁড়ায় সিল্কের লণ্ঠন হাতে ফিরোজা বর্ণের আওডাই পরা বোবা যুবতী।
হোয়াঙ লিয়েন সান পর্বতের মঙপল্লিতে রাত্রিবেলা ঘরের ভেতর থেকে ভেসে আসে ‘হাহ হা রানই রানই’ বলে রহস্যময় ধ্বনি।
এরকম অনেক অদ্ভুত কাহিনি আর অভিজ্ঞতায় বইটি পরিপূর্ণ।
রবীন্দ্রনাথ
দেড়শত বর্ষ পরে রবীন্দ্রভুবনে
রুশিদান ইসলাম রহমান
মাওলা ব্রাদার্স
দাম: ১৫০ টাকা
রবীন্দ্রনাথের কবিতা, ছোটগল্প, ছড়া, উপন্যাস, গান—যেটাই হোক, প্রতিটি রচনাতেই লুকিয়েথাকে নানান অর্থের দ্যোতনা। হঠাৎ অন্য একটি কোণ থেকে দৃষ্টি ফেললেই নতুন কোনোআলো ঝলমল করে ওঠে। মনে মনে কবিকে জিজ্ঞেস করা হয় আরও প্রশ্ন, নিজের মনেই পাওয়া যায়উত্তর। বারবার সাহিত্যের এসব অসীম-অজস্র আনন্দ উপকরণে বিচরণ করতে গিয়ে মনের মধ্যে যে আলোচনা, তা লিখিত রূপ নিয়েছে এই গ্রন্থে। এসব লেখা পড়ার পর কোনো পাঠকের হয়তো আবার ইচ্ছে হবে, সেই গল্প বা কবিতাটি আবার পড়ে দেখি তো, সেসব কথা সঠিক লিখেছে কি না।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৪, ২০১১
Leave a Reply