নথি [ nathi ] বি.
১. সুতো দিয়ে গাঁথা কাগজের তাড়া;
২. কোনো বিষয়সংক্রান্ত কাগজপত্র, file (স. প.);
৩. প্রামাণিক কাগজপত্র।
[হি. নথ্থী]।
নথিপত্র বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ।
নথিভুক্ত, নথিসামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত।
নথিনিবন্ধ বি. নথির তালিকাপুস্তক, file register. নথি-নিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)।
নথিপ্রাপক বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)।
নথিরক্ষক বি. record-keeper (স. প.)।
Leave a Reply