নগ [ naga ] বি.
১. পক্বত (নগরাজ, নগাধিপ);
২. (বিরল) গাছ।
[সং. ন + √ গম্ + অ]।
নগজ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি।
নগনদী বি. পাহাড়ি নদী (‘বইছে নগনদী’: রবীন্দ্র)।
নগনন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা।
নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।
Leave a Reply