নমুনা [ namunā ] বি.
১. কোনো জিনিসের নিদর্শন বা সামান্য অংশ যা দিয়ে সেইজাতীয় সমস্ত জিনিসের স্বরূপ বোঝা বা বোঝানো যায় (চালের নমুনা, রান্নার নমুনা), sample;
২. উদাহরণ (এর একটা নমুনা দেখাও);
৩. ধরন, রকম (তোমার কাজের নমুনা দেখলে হাসি পায়)।
[ফা. নমুনহ্]।
Leave a Reply