ধ্রুব [ dhruba ] বি.
১. উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে;
২. (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র।
☐ বিণ. ১. স্হির (ধ্রুব লক্ষ্য); ২. নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); ৩. খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)।
☐ ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)।
[সং. √ ধ্রু + অ]।
ধ্রুবক বি. গানের ধুয়া।
ধ্রুবকা বি. গানের ধুয়া।
ধ্রুবগণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র।
ধ্রুবতা বি. নিশ্চয়তা; স্হিরতা।
ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star.
ধ্রুবপদ বি. ১. ধ্রুপদ; ২. স্হিরপদ (‘যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি’: রবীন্দ্র); ৩. ধুয়া।
ধ্রুবরেখা বি. বিষুবরেখা।
ধ্রুবলোক বি. নিত্যধাম, স্বর্গলোক।
ধ্রুবা বি. গানের ধুয়া।
Leave a Reply