ধ্বজ [ dhbaja ] বি. ১. পতাকা, নিশান (গরুড়ধ্বজ); ২. পুরুষাঙ্গ (ধ্বজভঙ্গ)।
[সং. √ ধ্বজ্ + অ]।
ধ্বজদণ্ড বি. যে দণ্ড বা লাঠিতে পতাকা বাঁধা থেকে।
ধ্বজপট বি. পতাকা।
ধ্বজবজ্রাঙ্কুশ বি.
১. ধ্বজ বজ্র ও অঙ্কুশ-বিষ্ণুর পদতলের এই তিন চিহ্ন;
২. (জ্যোতিষ.) রাজচিহ্নবিশেষ।
ধ্বজভঙ্গ বি. পুরুষের যৌন অক্ষমতা রোগ।
☐ বিণ. যৌন অক্ষমতারোগে আক্রান্ত (ধ্বজভঙ্গ পুরুষ)।
ধ্বজী (-জিন্) বিণ. পতাকাধারী।
Leave a Reply