ধূসর [ dhūsara ] বি. ঈষত্ পাংশুবর্ণ, ছাই রং।
☐ বিণ.
১. পাংশুল, পাঁশুটে, ছাইরঙা (ধূসর মাটি);
২. অনুজ্জ্বল; বৈচিত্র্যহীন (‘ধূসর জীবনের গোধূলিতে’: রবীন্দ্র)।
[সং. ধূ + সর]।
ধূসরিত বিণ. ধূসর হয়েছে এমন।
ধূসরিমা (-মন্) বি. ধূসরতা; ধূসর বর্ণ (‘এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়’: রবীন্দ্র)।
Leave a Reply