ধাঁ [ dhā ] অব্য.
১. সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ;
২. দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)।
[ধ্বন্যা.]।
ধাঁই বি. সহসা ও সজোরে মারার শব্দ।
ধাঁ করে ক্রি-বিণ. ১. সহসা এবং সজোরে; ২. দ্রুত (ধাঁ করে পালাল)।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply