ধাই [ dhāi ] বি.
১. ধাত্রী;
২. মাতার মতো পালনকারিণী রমণী, উপমাতা (ধাই-মা);
৩. যে স্ত্রীলোক সন্তান প্রসব করায় এবং আঁতুরঘরে প্রসূতি ও নবজাতকের পরিচর্যা করে;
৪. শিশু বা বালক-বালিকাদের পরিচারিকা;
৫. যে স্ত্রীলোক স্বীয় স্তন্যে পরের সন্তান পালন করে, wet nurse.
[সং. ধাত্রী]।
Leave a Reply