ধমক [ dhamaka ] বি.
১. তিরস্কার, বকুনি;
২. ঘোর, তাড়স (জ্বরের ধমক);
৩. তাড়া, চাপ (কাজের ধমক);
৪. বেগ (হাসির ধমক)।
[হি. ধমক]।
ধমকা ক্রি. ধমকানো, ধমক দেওয়া।
ধমকানি বি. ধমক, বকুনি।
ধমকানো ক্রি. ধমক দেওয়া।
☐ বি. উক্ত অর্থে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply