ধক [ dhaka ] বি. অব্য.
১. হঠাত্ আগুন জ্বলে ওঠার চাপা আওয়াজ;
২. হৃত্পিণ্ডে প্রবল স্পন্দনের শব্দ (বুকের ভিতর ধক করে উঠল)।
[ধ্বন্যা.]।
ধক ধক অব্য. বি.
১. আগুন জ্বলে ওঠার এবং উত্তরোত্তর বৃদ্ধির অব্যক্ত আওয়াজ;
২. ভয় ইত্যাদির জন্য হৃত্পিণ্ডের ক্রমাগত প্রবল স্পন্দনের শব্দ।
ধকধকানি বি. প্রবল স্পন্দন।
Leave a Reply