দগদগ [ daga-daga ] অব্য. বি. জ্বলন, প্রজ্বলিত আগুনের ভাব; জ্বালাময় ও আগুনের মতো লালচে ক্ষতের ভাব (ঘা দগদগ করছে)।
[দেশি]।
দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)।
দগদগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।
Leave a Reply