দখল [ dakhala ] বি.
১. অধিকার, কর্তৃত্ব, অধীনতা (জমির দখল পাওয়া, দখলে রাখা);
২. জ্ঞান, ব্যুত্পত্তি, পটুতা (বিজ্ঞানে দখল আছে)। [আ. দখ্ল্]।
দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।
দখলনামা বি. (সম্পত্তি ইত্যাদিতে) অধিকারের দলিল।
দখলি বিণ. দখলবিষয়ক; দখলে আছে এমন, অধিকারভুক্ত।
দখলি স্বত্ব বি. দখলে থাকার ফলে প্রাপ্ত অধিকার।
দখলিত বিণ. দখল করা হয়েছে এমন।
Leave a Reply