দক্ষিণায়ন [ dakṣiṇāẏana ] বি.
১. উত্তর দিকের অয়নান্তরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে যাওয়া;
২. সূর্যের উক্ত গমনকাল অর্থাত্ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়;
৩. উক্ত গমনপথ।
[সং. দক্ষিণ + অয়ন]।
দক্ষিণায়নান্তবৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।
Leave a Reply