থাবা [ thābā ] বি.
১. চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা);
২. (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)।
☐ বিণ. করতলে যতটা ধরে।
থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো।
থাবানো বি. ক্রি.
১. থাবার সাহায্যে আঘাত করা;
২. থাবা দিয়ে নেওয়া।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply