থিয়েটার [ thiẏēṭāra ] বি.
১. নাট্যশালা, অভিনয়গৃহ;
২. নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)।
[ইং. theatre]।
থিয়েটারওয়ালা বি.
১. নাট্যশালার মালিক বা পরিচালক;
২. অভিনেতা।
থিয়েটারি বিণ.
১. অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি);
২. নাটুকেপনায় পূর্ণ।
Leave a Reply