থিতা [ thitā ] ক্রি. থিতানো।
[তু. সং. স্হিত]।
থিতানো, থিতোনো ক্রি.
১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া;
২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)।
☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
Leave a Reply