তন্ত্রী১ [ tantrī ] বি. ১. বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রের তার; ২. বীণা।
[সং. √ তন্ত্র + ঈ]।
তন্ত্রী২ [ tantrī ] (-ন্ত্রিন্) বিণ.
১. তারযুক্ত (তন্ত্রীবাদ্য);
২. কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত (শৈবতন্ত্রী, নব্যতন্ত্রী);
৩. কোনো পন্হা, মতবাদ, নীতি বা প্রণালী মেনে চলে এমন (স্বৈরতন্ত্রী শাসন)।
[সং. √ তন্ত্র + ইন্]।
Leave a Reply