তথ্য [ tathya ] বি.
১. যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান);
২. সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)।
☐ বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)।
[সং. তথা + য]।
তথ্যচিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film.
তথ্যপঞ্জি বি. তথ্যের তালিকা।
তথ্যবাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন।
তথ্যভাষী, (-ষিন্), তথ্যবাদী (-দিন্) বিণ. সত্যবাদী।
তথ্যানুসন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা।
তথ্যানুসন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী।
তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন।
Leave a Reply