তলানো [ talānō ] ক্রি.
১. ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল);
২. অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না);
৩. পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[তল দ্র]।
Leave a Reply