তফাত, (বর্জি.) তফাত্ [ taphāta, (taphāt ] বি.
১. দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত);
২. দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল);
৩. পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)।
☐ বিণ.
১. দূরগত (তফাত হও);
২. পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)।
[আ. তফাওয়ত্]।
Leave a Reply