তত্ত্ব [ tattba ] বি.
১. স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী);
২. ব্রহ্ম;
৩. সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব);
৪. সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ (‘চতুর্বিংশতি তত্ত্ব’);
৫. পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা);
৬. অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও);
৭. দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory;
৮. উপঢৌকন (বিয়ের তত্ত্ব)।
[সং. তদ্ + ত্ব]।
তত্ত্ব করা ক্রি.বি.
১. খোঁজ নেওয়া;
২. কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো।
তত্ত্বচিন্তা বি.
১. ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা;
২. দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা।
তত্ত্বজিজ্ঞাসা বি. ১. তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; ২. ব্রহ্মবিষয়ক প্রশ্ন।
তত্ত্বজ্ঞ বিণ. ১. তত্ত্ব জানে এমন; ২. ব্রহ্মজ্ঞ; ৩. দর্শনশাস্ত্রবিদ।
তত্ত্বজ্ঞান বি. ১. ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; ২. দার্শনিক জ্ঞান।
তত্ত্বজ্ঞানী বিণ. ১. ব্রহ্মজ্ঞানী; ২. দার্শনিক।
তত্ত্বতল্লাস, তত্ত্বতালাশ বি. ১. খোঁজখবর; ২. লৌকিকতা।
[সং. তত্ত্ব + আ. তলাশ]।
তত্ত্বদর্শী (-র্শিন্) বিণ. ১. তত্ত্বজ্ঞানী; ২. ব্রহ্মজ্ঞানী; ৩. জ্ঞানী; ৪. বিচক্ষণ; ৫. স্বরূপদর্শী।
বি. তত্ত্বদর্শিতা।
তত্ত্ববিদ, তত্ত্ববিদ্, তত্ত্ববিত্ বিণ. তত্ত্বজ্ঞানী।
তত্ত্বানুসন্ধান বি. ১. তত্ত্বের বা তথ্যের খোঁজ; ২. ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; ৩. প্রকৃত অবস্হা জানার চেষ্টা।
তত্ত্বানুসন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু।
তত্ত্বাবধান বি. ১. পরিচালনা; ২. খোঁজখবর নেওয়া; ৩. অধ্যক্ষতা; ৪. রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)।
তত্ত্বাবধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী।
তত্ত্বাবধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ।
তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন।
Leave a Reply