তোলা১ [ tōlā ] বি. সোনারূপোর ওজনের পরিমাণবিশেষ, ভরি (=৮. রতি, (বর্ত.) ১১.৬৬৮ গ্রাম)।
[বাং. তোল + আ (স্বার্থে)]।
তোলা২ [ tōlā ] বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)।
☐ বিণ.
১. তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার);
২. পোশাকি (তোলা জামা);
৩. তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান);
৪. স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না);
৫. অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা);
৬. স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে);
৭. স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল);
৮. নির্মিত (বাবার তোলা দালান);
৯. চয়িত (ভোরে তোলা ফুল)।
[বাং. √ তুল্ + আ]।
তোলা৩, তোলানো [ tōlā৩., tōlānō ] যথাক্রমে তুলা২ ও তুলানো -র চলিত রূপ।
তুলা2, তোলা [ tulā2, tōlā ] ক্রি.
1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা);
2 উন্নীত করা (জাতে তোলা);
3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে);
4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা);
5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা);
6 উত্পাটন করা (দাঁত তোলা);
7সংগ্রহ করা (চাঁদা তোলা);
8 অপসারিত করা (দাগ তোলা);
9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা);
1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা);
11 সৃষ্টি করা (আওয়াজ তোলা);
12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা);
13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা);
14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম);
15 বমি করা (ছেলেটা দুধ তুলছে);
16 খাটানো (নৌকার পাল তোলা);
17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা);
18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা);
19 চয়ন করা (ফুল তোলা);
2০ গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ তুল্ + বাং. আ]।
Leave a Reply