তেহাই১ [ tēhāi ] বি. (সংগীতে) সম বা তাল শেষ করার আগে বাদ্যযন্ত্রে তিনবার আঘাত; সমান বোলবিশিষ্ট তালের তিন অংশ যার শেষ প্রস্বন পড়ে সমের উপর।
[হি. তিহাই]।
তেহাই২ [ tēhāi ] বি. তিন ভাগের এক ভাগ (‘অর্ধেক পঙ্কেতে তার তেহাই সলিলে: শুভঙ্কর)।
[সং. ত্রিভাগিক]।
Leave a Reply