তিমির [ timira ] বি.
১. অন্ধকার (‘তিমিরময় নিবিড় নিশা’: রবীন্দ্র; ঘোর তিমিরে);
২. চোখের রোগবিশেষ, যাতে দৃষ্টিশক্তি ক্ষীণ হয় বা লোপ পায়, ছানি।
☐ বিণ. অন্ধকার, অন্ধকারময় (‘ছুটিল তিমির রাত্রি’: রবীন্দ্র; ‘তিমির রাত্রি, অন্ধ যাত্রী’: রবীন্দ্র)।
[সং. √ তিম্ + ইর]।
তিমিরাবগুণ্ঠিত বিণ. অন্ধকাররূপ ঘোমটায় আচ্ছাদিত; ঘন অন্ধকারে আবৃত।
Leave a Reply