তেলানো [ tēlānō ] বি. ক্রি.
১. তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া;
২. তেল মাখানো;
৩. (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[তেলা দ্র]।
তেলানি বি.
১. তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া;
২. (ব্যঙ্গে) তোষামোদ;
৩. তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি।
Leave a Reply