তোলপাড় [ tōla-pāḍ ] বি.
১. ওলটপালট, প্রবল আলোড়ন, বিক্ষোভ (বুকের ভিতর সে কী তোলপাড়);
২. তুমুল কলহ বা গণ্ডগোল (দেশজুড়ে তোলপাড়)।
☐ বিণ. আলোড়িত, বিক্ষুদ্ধ (‘অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালাপানি’: সু. মু.)। [বাং. তোল (=উত্তোলন) + পাড় (=পাতন, নামানো)]।
Leave a Reply