তারা1 [ tārā1 ] বি. (স্ত্রী.)
1 সংসারদুঃখের ত্রাণকারিণী;
2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা;
3 বৌদ্ধ দেবীবিশেষ;
4 রামায়ণে বালীর স্ত্রী;
5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা);
6 নক্ষত্র;
7 চোখের মণি, কনীনিকা (‘তারা বেয়ে পড়বে ধারা’: রা. প্র.)।
[সং. √ তৃ + ণিচ্ + অ + আ]।
তারানাথ, তারাপতি বি. চন্দ্র, চাঁদ।
তারাপথ বি. আকাশ।
তারাবাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ।
তারামণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা।
তারা2 [ tārā2 ] ক্রি. (কাব্যে) রক্ষা করা, উদ্ধার করা (‘তারো তারো হরি দীনজনে’: রবীন্দ্র)।
[< সং. ত্রৈ (√ তৃ + ণিচ্) + বাং. আ]।
Leave a Reply