তরঙ্গ [ taraṅga ] বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)।
[সং. √ তৃ + অঙ্গ]।
তরঙ্গভঙ্গ বি. ঢেউয়ের খেলা।
তরঙ্গমালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ।
তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা।
তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)।
তরঙ্গাভিঘাত বি. ঢেউয়ের ধাক্কা।
তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত।
তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী।
তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত।
তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ (‘অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম’: গো. দা.)।
তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন।
Leave a Reply