তাবত্ [ tābat ] বিণ.
১. সমুদয় (একথা তাবত্ লোকে জানে);
২. তত্সমুদয়, সেইপরিমাণ, অত (যাবত্ উপার্জন তাবত্ ব্যয়)।
☐ অব্য. সেই পর্যন্ত, তদবধি, ততক্ষণ (যাবত্ সে না আসে, তাবত্ অপেক্ষা করো)।
☐ সর্ব. সমস্ত লোক (এদেশের তাবতের মুখেই এই কথা)।
[সং. তদ্ + বত্]।
Leave a Reply