তখন [ takhana ] ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)।
☐ সমু. তব্য.
১. তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা);
২. তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল);
৩. অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)।
☐ বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)।
[সং. তত্ক্ষণ]।
তখনই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্।
তখনকার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
Leave a Reply