তম১ [ tama ] বি.
১. তমোগুণ;
২. রাহু;
৩. অন্ধকার।
[সং. তম্ + অ]।
তম২ [ tama ] সংখ্যার পূরক বা ভাগসূচক প্রত্যয় (অশীতিতম)।
[সং. তমট্]।
স্ত্রী. তমী (শততমী)।
তম৩ [ tama ] তিন বা ততোধিক বস্তু বা ব্যক্তির মধ্যে একটির উল্লেখ বা সর্বাধিক উত্কর্ষ ও অপকর্ষসূচক প্রত্যয় (একতম, অন্যতম, বৃহত্তম, ক্ষুদ্রতম)।
[সং. তমপ্-তু. তর]।
স্ত্রী. তমা (বৃহত্তমা, প্রিয়তমা)।
Leave a Reply