ঢুল [ ḍhula ] বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)।
[হি. √ ঢুল < প্রাকৃ. √ ডোল < সং. √ দুল্]।
ঢুলঢুল, ঢুলঢুলে, ঢুলুঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর ('চোখদুটি তার ঢুলঢুলে': স. দ.; ঢুলুঢুলু চোখ)।
ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া ('শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু': বিহারী)।
ঢুলনি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)।
ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)।
☐ বি. উক্ত অর্থে।
ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঢুলি [ ḍhuli ] বি. ১. ঢোলবাদক; ২. বাঙালি ঢোলবাদক সম্প্রদায়বিশেষ।
[মুন্ডা. ঢোল (?) + বাং. ই]।
Leave a Reply