ঢপ১ [ ḍhapa ] বি. গড়ন, আকার; ডৌল।
[দেশি]।
ঢপ২ [ ḍhapa ] বি. বাংলা কীর্তনাঙ্গ গানবিশেষ (ঢপ গেয়ে বেড়ায়)।
[দেশি]।
ঢপ৩ [ ḍhapa ] বি. টুপ বা টপ-এর চেয়ে জোর শব্দ; ভারী জিনিস পড়বার বা ভারী কিছু দিয়ে নরম ও শূন্যগর্ভ বস্তুতে আঘাতের শব্দ (কাপড়ের বাণ্ডিলটা ঢপ করে ফেলল)।
[ধ্বন্যা.]।
ঢপ ঢপ বি. ক্রমাগত ঢপ শব্দ।
ঢপ৪ [ ḍhapa ] বি. (অশোভন) ধাপ্পা, মিথ্যে কথা, গুলপট্টি (আমাকে ঢপ দেওয়া সহজ নয়)।
[দেশি]।
Leave a Reply