ঢলঢল [ ḍhala-ḍhala ] বি. ১. ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); ২. লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); ৩. রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); ৪. পরিপূর্ণতার জন্য চঞ্চলতা (‘দিঘি-ভরা জল করে ঢলঢল’: রবীন্দ্র)।
☐ বিণ. ১. আবেশবিভোর ও চঞ্চল (ঢলঢল আঁখি); ২. লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল (‘ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি’: গো. দা.)।
[দেশি]।
ঢলঢলে বিণ. ১. ঢিলা (ঢলঢলে জামা); ২. লাবণ্যময় (ঢলঢলে মুখ)।
Leave a Reply