ঢাক [ ḍhāka ] বি. ১. বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); ২. ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)।
[সং. ঢক্কা]।
ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. ১. ঢাক বাজানো; ২. (আল.) সর্বত্র প্রচার করা।
ঢাক বাজানো বি. ক্রি. (আল.) ১. সর্বত্র প্রচার করা; ২. নিন্দা বা প্রশংসা প্রচার করা।
ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. ১. ঢাক বাজানো; ২. হই চই করা।
ঢাকের দায়ে মনসা বিকানো — অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো।
ঢাকের বাঁয়া — সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু।
Leave a Reply