ঢিঢি [ ḍhiḍhi ] বি.
১. প্রবল রব; ২. ব্যাপক জানাজানি ও ধিক্কার (এ নিয়ে চার দিকে ঢিঢি পড়ে গেছে)।
☐ বিণ. চতুর্দিকে ব্যাপকভাবে প্রচারিত।
[তু. হি. ঢিঢোরা]।
ঢিঢিকার, ঢিঢিক্কার, ঢিঢিরব বি.
১. ব্যাপক ধিক্কার, চতুর্দিকে নিন্দার প্রচার;
২. (নিন্দা বা প্রশংসার) উচ্চধ্বনি।
Leave a Reply